ভূরুঙ্গামারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব
মোঃ মনিরুজ্জামান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের অব্যহত ভাঙ্গনে নদী গর্ভে বিলীন দুই শতাধীক ঘরবাড়ী শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারি সচিব অজিত কুমার চৌধুরী দুধকুমার নদের করাল গ্রাসে ভাঙ্গনের শিকার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন । ৮ অক্টোবর মঙ্গবার বিকেল ৫ টায় তিনি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ওমর ফারুক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সহকারি সচিব অজিত কুমার চৌধুরী জানান, দুধকুমার নদের অব্যহত ভাঙ্গন থেকে ইসলামপুর সহ নদী তীরবর্তী এলাকা রক্ষাকল্পে প্রতিরোধ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এরই আলোকে পনের শ মিটার স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রায় সাড়ে সাতশ কোটি টাকার একটা প্রকল্পের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রনালয়ের অনুমোদন হলে ভাঙ্গন রোধে নদী খনন সহ স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।